চাষী মজদুর সংগ্রাম পরিষদ ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের উদ্যোগে “ফসলের মূল্য নাই, কৃষকের ঈদ নাই” শীর্ষক মানববন্ধন অনুষ্ঠিত হয়। অদ্য ২১ মার্চ ২০২৫ শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন চাষী মজদুর সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাছির উদ্দিন।
পরিচালনা করেন চাষী মজদুর সংগ্রাম পরিষদের সদস্য সচিব চাষী মাসুম।
প্রোগ্রামে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সমতা পার্টির আহবায়ক হানিফ বাংলাদেশী বলেন
আওয়ামীলীগে যারা অপরাধ করেছে তদন্ত করে বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচার করতে হবে তাদের যেমন দোষ আছে তেমন ভালো গুনও আছে, এই দলে কোটি কোটি সমর্থক আছে সবাই অপরাধী নয়। যারা অপরাধী তাদের বিচার হোক কিন্তু নিরপরাধ সমর্থকদের রাজনীতিতে বাধা দেওয়াও এক ধরনের ফ্যাসিজম।
বাংলাদেশ সমতা পার্টি বাকস্বাধীনতা পক্ষে এবং সব ধরনের ফ্যাসিজমের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।
বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর যুগ্ম সাধারণ সম্পাদক ছামিউল আলম রাসু বলেন, কৃষক আজ অসহায় পণ্যের ন্যর্য মূল্য নাই তারা ঋণের দায়ে জর্জরিত। ফসলের মূল্য নাই কৃষকের ঈদের আনন্দ নাই। দেশ বিদেশে মানুষের জীবনের মূল্য নাই। ফিলিস্তিনি যে গণ হত্যা হচ্ছে তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
শ্রমিক ও যুব নেতা মোঃ মহসিন বলেন, আগামী ২৩ তারিখের মধ্যে শ্রমিকদের সকল বেতন ভাতা পরিশোধ করতে হবে, বৈষম্য কি এখনো দূর হবে না।
শ্রমিক, ভূমিহীন, মেহনতি মানুষসহ সাংবাদিক, পেশাজীবী, সুশীল সমাজের বিভিন্ন মানুষ উপস্থিত ছিলেন।
