ফিলিপিন্সে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’

ফিলিপিন্সে রোববার (১ নভেম্বর) স্থানীয় সময় সকালে ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে উপকূলীয় এলাকা ‘বিকল’-এ আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গনি’।

আবহাওয়া বিভাগ জানায়, ঘূর্ণিঝড়টি লুজোন দ্বীপ অতিক্রম করেছে। রাজধানী ম্যানিলা এই দ্বীপে অবস্থিত হওয়ায় অন্তত ১০ লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর আসেনি।

আরো জানায়, আগামী ১২ ঘণ্টায় দেশটির কয়েকটি প্রদেশে ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোলাভির আঘাতে এক সপ্তাহ আগেই দেশটিতে অন্তত ২২ জনের মৃত্যু হয়। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র, মার্ক তিমবাল জানান, ফিলিপিন্সের উপকূলে ঝড়টি অবস্থান করছে। গভীরভাবে আমরা বিষয়টি নজরে রাখছি। করোনা মহামারির মধ্যে এমন ঘূর্ণিঝড়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ফিলিপিন্স বলে মন্তব্য করেন তিনি। সবাইকে ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়েছে দেশটির সরকার।

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশটির বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান, শরীরচর্চা কেন্দ্রসহ সব কিছু সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *