ফেসবুকের কল্যাণে হারিয়ে যাওয়া বৃদ্ধ ফিরে পেলেন পরিবার

ফেসবুকের কল্যাণে ৭০ বছর বয়সের বৃদ্ধা মোঃ বাদশা মিয়া ফিরে পেলেন তার পরিবার। বাদশা মিয়া যশোর জেলার চৌগাছা থানার সাদীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
গত ১৭ অক্টোবর মোঃ বাদশা মিয়া পরিবারের লোকজনের কোন কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হলে আর বাড়ি ফিরে আসেনি। তার পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাকে আর পায় না।
গত বৃহস্পতিবার ২০ অক্টোবর কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সীমান্তবর্তী এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় একজন অপরিচিত বৃদ্ধ ব্যক্তির, তার বয়স আনুমানিক ৭১ বছর।
স্থানীয় লোকজন বৃদ্ধ লোকটির ভোটার আইডি কার্ড হাতে পেয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী বাঁশজানী গ্রামের মোঃ কফিলুর রহমানের ছেলে মোঃ শামীম হোসেনকে ফোনের মাধ্যমে জানায়।শামীম হোসেন আমান সিমেন্টের ডেপুটি ম্যানেজার (সেলস এন্ড মার্কেটিং) এ কুষ্টিয়া রিজিয়নে কর্মরত আছেন। শামীম হোসেন গত বৃহস্পতিবার ২০ অক্টোবর বৃদ্ধা লোকটির ছবি, ভোটার আইডি কার্ড ও নিজের ব্যবহৃত ফোন নম্বর দিয়ে ফেসবুকে পোস্ট করেন। পোস্ট করার সাথে সাথে পোস্ট টি ভাইরাল হয় ও বৃদ্ধার পরিবারের লোকজন শামীমের সাথে যোগাযোগ করেন।
এ বিষয়ে শামীম হোসেন এর কাছে জানতে চাইলে তিনি জানান, বাঁশজানী এলাকার লোকজন আমাকে তার ভোটার আইডি কার্ড এবং ছবি পাঠিয়ে দিলে আমি ফেসবুকে পোষ্ট করি, যোগাযোগ এর জন্য আমার নাম্বার প্রদান করি। ফেসবুকের পোষ্ট টি ভাইরাল হলে তার পরিবারের লোকজন আমার সাথে যোগাযোগ করেন, পরে আমি আমার এলাকায় গিয়ে ঐ ব্যক্তিকে আমার নিজ বাসায় নিয়ে আসি।আমার বাসা থেকে পরে ঝিনাইদহ নিয়ে আসি। পরবর্তীতে তার পরিবারের লোকজন রোববার ২৩ অক্টোবর ঝিনাইদহ আসলে ঝিনাইদহ সদর থানায় কর্মরত এএসআই লিটন আলী , এএসআই মোঃ আমিরুল (ডিএসবি), সাংবাদিক আঃ সালাম এবং মোঃ বাহারুল ইসলাম এর উপস্থিতিতে ঝিনাইদহ সার্কিট হাউজের সামনে থেকে তাহার পরিবারের কাছে হস্তান্তর করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *