বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলে গণমিছিল

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকির প্রতিবাদে টাঙ্গাইলের গোপালপুরে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুরে গোপালপুর উপজেলা আওয়ামীলীগ’র উদ্যোগে গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

এর আগে সকাল থেকেই গোপালপুরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে এসে থানা মোড়ে একত্রিত হয়। পরে স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। গণসমাবেশে প্রায় দশ হাজার নেতাকর্মিরা অংশ নেন।

সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন গিয়াস, অধ্যক্ষ জিল্লুর রহমান শিহাব প্রমুখ। পরে গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় গোপালপুর থানা মোড়ে সমাবেত হয়।

সমাবেশে বক্তারা বলেন, জামাত-শিবিরের চক্রান্তে এক স্বার্থান্বেষী মহল বঙ্গবন্ধু ও জাতির পিতার ভাস্কর্য ভেঙ্গে ফেলার হুমকি দিচ্ছে। তাদের এই মনোবাসনা বাংলার মাটিতে কখনো পূরণ হবে না। যে কোন মূল্যে তাদেরকে প্রতিহত করা হবে।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *