বঙ্গবন্ধু’র ৪৭তম শাহাদৎ বার্ষিকীতে বিশ্বাস বিল্ডার্সের আলোচনা সভা দোয়া মাহফিল 

ঝিনাইদহের শৈলকূপায় বিশ্বাস বিল্ডার্সের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় উপজেলার আবাইপুর বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় আবাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমজেদ হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও বিশ্বাস বিল্ডার্স লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম দুলাল বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মির্জা মোহাম্মদ নাসিউল আলম শুভ্র, আবাইপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হেলাল বিশ্বাস।
সভায় প্রধান অতিথি’র বক্তব্যে দুলাল বিশ্বাস বলেন, বঙ্গবন্ধু আমাদের আদর্শ। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছেন। তার হাত ধরেই দেশ দূর্বার গতিতে এগিয়ে চলছে। আসুন আমরা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করি। সেই সাথে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *