বনানীর আহমেদ টাওয়ারে আগুন

রাজধানীর বনানীতে আহমেদ টাওয়ারের একটি ফ্লোরে আগুন লেগেছে।

রবিবার বেলা ১১টা ৩৪ মিনিটে বনানীর ২৮-৩০ কামাল আতাতুর্ক এভিনিউয়ের আহমেদ টাওয়ারের ১৫তলায় এ আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন ভয়াবহ নয়। আমরা কাজ করছি।

উল্লেখ্য, এর আগে গত বছরের ২৮শে মার্চ দুপুরে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের এফ আর টাওয়ারে আগুন লাগে। ঘটনায় ২৪ জন নিহত হয়েছিলেন। আহত হন ১৩০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *