বরিশাল মহানগরের বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম মনা ও বরিশাল মহানগর যুবদলের সহ সম্পাদক আওলাদ হোসেন এর বাড়িতে রাতের অন্ধকারে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কোন্দলের কারণেই এই হামলা করা হয়েছে বলে দাবি করছেন স্থানীয় জনগন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বরিশাল ১০ নং ওয়াডে অবস্থিত বিএনপি নেতা মনা ও আওলাদের বাড়ীতে আনুমানিক রাত ১২.০০টার দিকে হামলা চালায় দুর্বৃত্তরা। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবারের সদস্য আশেপাশের প্রতিবেশীদের মধ্যে।
পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগ নেতা কর্মীদের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেনে রফিকুল ইসলাম মনার পরিবারের সদস্যরা। অন্য দিকে আওলাদের বড় ভাই জানান, হেলমেট পরিহিত কয়েকজন মটরসাইকেলে করে আসে। তাদের হাতে লাঠি, দেশি ধারালো অস্ত্র ছিলো। আমার ছোট ভাই আওলাদকে উদ্দেশ্য করে এই হামলা, আমার ভাই দেশের বাহিরে থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি কিন্তু তারা ভাঙ্গচুর করে চলে যায়।
মহানগর বিএনপির সাবেক সভাপতি ও নবগঠিত আহবায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ বলেন, `আমি হামলাস্থল পরিদর্শন করেছি, থানায় জানানো হয়েছে। পাশাপাশি আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত হতে কোতয়ালি থানায় গেলে কর্তব্যরত ডিউটি অফিসার এস আই মোমিন বলেন, ঘটনাস্থলে আমাদের টিম গেছে, তারা এখনো ফিরে আসেনি। এছাড়াও এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
কোতয়ালি থানার ওসি মেজবাহ উদ্দিন মুঠোফোনে বলেন, ‘আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে, ভুক্তভোগী পরিবারকে লিখিত অভিযোগ দিতে পরামর্শ দিয়েছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় লিখিত অভিযোগ আমাদের কাছে আসেনি। হয়তো রাতের কোন এক সময় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ জমা দিতে পারে।’
