“বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার নয়”- বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার সাংবিধানিক সরকার নয়। রাষ্ট্র সংস্কার কিংবা সংবিধানের কোনো কিছু সংযোজন কিংবা বিয়োজন করার ক্ষমতা তাদের নেই।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তত টুটু সংস্কার করে দ্রুত নির্বাচনের জন্য বিএনপি বলে আসছে। কিন্তু সংস্কারের কথা বলে যারা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে তারা দেশে অরাজকতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।

বুধবার যশোর নগর মহিলা দলের ৫ ও ৬ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পৃথক দুটি সমাবেশে অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিষ্কন্ঠক রাখা, জনগণের সকল গণতান্ত্রিক ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই। আর সে কারণেই বিএনপি জনগণের অংশগ্রহণে অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলছে।

কিন্তু পরিকল্পিত ভাবে একটি মহল দেশে অরাজকতা সৃষ্টি করার লক্ষ্যে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। যাতে করে সুযোগ বুঝে পলাতক দেশ বিরোধী অপশক্তিরা আবার ফিরতে পারে। তারা সুযোগ পেলে দেশকে আবারও অন্ধকারে নিয়ে যাবে। কিন্তু আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের আর কোন দিন এই দেশে পা রাখতে দেব না।

সমাবেশে প্রধান বক্তৃতার বক্তৃতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বিগত ১৬ বছর ফ্যাসিস্ট শেখ হাসিনার সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করে বিএনপির প্রতি টা নেতা কর্মী রাজপথ আকড়ে ছিল। তারা প্রতি দিন প্রতি মুহূর্ত আন্দোলন করেছে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আন্দোলন করতে গিয়ে এই যশোরে আমার দলের ৮৪ জন নেতাকর্মী ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসরদের হাতে নির্মমভাবে জীবন দিয়েছে। বিএনপির আন্দোলনে মহিলারা পুরুষের শক্তি ও সাহস যুগিয়েছিল। তাই নতুন বাংলাদেশ গঠনে বিএনপি নারীদের সম্পৃক্ত করতে চাই।

পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফেরদৌসী বেগম, নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু, বিএনপি নেতা মারুফুজ্জামান কাঞ্চন, আব্দুর রাজ্জাক প্রমুখ।

সরকারি এম এম কলেজ মাঠে ৫ নম্বর ওয়ার্ড মহিলা দল আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী প্রভাষক সানজিদা ইসলাম এবং পরিচালনা করেন নগর মহিলা দলের সভাপতি শামসুন্নাহার পান্না। ৬ নম্বর ওয়ার্ডের আয়োজনে রায়পাড়ায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নারী নেত্রী শাহরিয়া আক্তার এবং পরিচালনা করেন জেলা মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক আনোয়ারা পারভীন আনু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *