বাইডেন নির্বাচিত হলে হুমকিতে পড়বে ভারতীয়রা : ট্রাম্প জুনিওর

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ভারতের জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র। এছাড়া বাইডেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে চীনের কাছে বিক্রি হবে আমেরিকা এমনটিই বিশ্বাস করেন ট্রাম্প জুনিওর।
ট্রাম্প জুনিয়র বলেন, চীনের আগ্রাসন ও হুমকি সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। বিশেষ করে আমেরিকা ও ভারতের নাগরিকরা এই হুমকি সম্পর্কে ভালো করে জানেন। কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে আমার বাবার বিপক্ষে লড়াই করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন। তিনি একজন বড় ব্যবসায়ী। চীনারা জানে তাকে কেনা সম্ভব। এই কারণেই হয়তো তিনি চীনকে নিয়ে নরম কথা বলছেন। গুঞ্জন আছে, নির্বাচন উপলক্ষ্যে বাইডেন দেড় বিলিয়ন ডলারে নিয়েছেন চীন থেকে।
অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গুরুভার নিয়েছে তার ছেলে। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই জো বাইডেনের পরিবারের দুর্নীতি নিয়ে একটি বই লিখে ফেলেছেন ট্রাম্প জুনিয়র। সেখানে বিশেষ করে বাইডেন পুত্র হান্টার বাইডেনের কুকীর্তির কথা বলেছেন তিনি। বইটি রিপাবলিকান সমর্থকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।
তিনি বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাসী ও স্বাধীনভাবে ব্যবসা করতে চায় তাদের জন্য জো বাইডেন বিপদজ্জনক। তাই এখানে বসবাসরত ভারতীয়দের এ বিষয়ে সাবধান হওয়ার আহ্বান করছি আমি। আমার বাবার সঙ্গে ভারত সরকার ও এর নাগরিকদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। যার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কমিউনিটিকে তিনি খুব ভালো করে চিনেন। তারা খুবই পরিশ্রমী, পরিবার কেন্দ্রিক ও শিক্ষা অনুরাগী। তাই আমার বিশ্বাস ভারতীয় কমিউনিটি সঠিক নেতাকেই বেছে নেবে। এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *