যশােরের শার্শা উপজলার বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলজ এর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুনর বিরুদ্ধে ২০২৫ সালের এস এস সি পরিক্ষার্থী নিকট থেকে বিদায় অনুষ্ঠানের নামে জনপ্রতি ৪শ টাকা করে চাঁদা আদায়ের অভিযাগ উঠেছে।
এ ঘটনায় অবিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলজ এর প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন বিগত সরকারের একজন প্রভাবশালী নেত্রী হিসেবে পরিচিত। শাহানারা খাতুন বিগত আওয়ামীলীগ সরকারের শেষ উপজেলা পরিষদ নির্বাচন ঝিকরগাছা উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ছিলেন। এ জন্য তার বিরুদ্ধে স্কুলের কেউ মুখ খুলতে সাহস পাইনা। তিনি এখনও দাপটের সাথে তার কর্মস্থলে দাপিয়ে বেড়াচ্ছেন।
সূত্রে জানাগেছে, এ বছর বাগআঁচড়া গার্লস স্কুল এন্ড কলেজ ২০২৫ সাল অনুষ্ঠিত এস এস সি পরিক্ষার্থীর সংখ্যা ১১০ জন। তাদের বিদায় উপলক্ষে ৬ এপ্রিল উক্ত প্রতিষ্ঠানে একটি বিদায় অনুষ্ঠান হয়। অনুষ্ঠান সম্পন করতে প্রতিটি পরীক্ষার্থীদর কাছ থেকে নেওয়া হয় ৪শ টাকা করে। মােট আদায় হয় ৪৪ হাজার টাকা। এর মধ্যে নাম মাত্র কিছু টাকা খরচ দেখিয়ে বাকি টাকা প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন আত্মস্বাত করেছে বলে অভিযােগ অবিভাবক, কিছু শিক্ষক ও পরীক্ষার্থীদের।
এ ব্যাপার জানতে চাইলে প্রধান শিক্ষিকা শাহানারা বলেন এ ব্যাপার তিনি কিছুই জানেন না। তিনি বলেন স্কুলের সহকারী শিক্ষক ফারুক হাসান বিষয়টি জানেন বলে এড়িয়ে যান।
এ ব্যাপারে জানতে চাইলে সহকারী শিক্ষক ফারুক হাসান বলেন স্কুলে বিদায় অনুষ্ঠানের জন্য ২শ টাকা ও মডেল টেষ্ট পরীক্ষার ফি বাবদ প্রতিটি পরীক্ষার্থীদের কাছ থেকে ২শ টাকা করে মােট ৪শ টাকা করে নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানেত চাইলে শার্শা উপজেলার নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান বলেন কােন অনিয়মের অভিযাগ পেলে তা তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
