বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত ৫৭ জন

গত ২৪ ঘণ্টায় বাগেরহাটে জেলায় নতুন করে আরও ৫৭ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৯৪ জনে।

জেলায় নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ২২ জন, ফকিরহাটে ৩ জন, শরণখোলায় ৩ জন, মোংলায় ২ জন, চিতলমারীতে ১ জন, কচুয়ায় ৮ জন, রামপালে ৪ জন, মোল্লাহাটে ১২ জন ও মেরেলগঞ্জ উপজেলায় ২ জন রয়েছেন।

এরই মধ্যে আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি সুস্থ হয়েছেন ৫৫০ জন। অন্যরা আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৮ আগস্ট) বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৯৪ জন। এছাড়া এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে ইতোমধ্যেই আক্রান্তদের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছেলের পুলিশি ক্ষমতায় বাবা গড়ে তুললেন পাহাড় খেকো চক্র

সিভিল সার্জন জানান, নতুন আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। একই সঙ্গে নতুন করে আক্রান্তদের পরিবারের সদস্য ও তাদের সংস্পর্শে আসা সকলকে চিহ্নিত করে নমুনা সংগ্রহের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *