বাগেরহাটে সাংবাদিক সহ নতুন ৩৩ জনের করোনা শনাক্ত 

সংগৃহিত

বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে এক সাংবাদিকসহ ৩৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছে,  ফকিরহাট উপজেলায় ১৪ জন, সদর উপজেলায় ১২ জন, রামপাল উপজেলায় ৪ জন, কচুয়া উপজেলায় ২ জন ও শরণখোলা উপজেলায় ১ জন। এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৯৪ জনে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির জানান, শরণখোলা উপজেলাধীন দৈনিক যুগান্তরের প্রতিনিধি বাবুল দাসসহ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করোনা আক্রান্তদের বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা লোকজনদের চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুন: যশোরের রফিকুল হত্যার রহস্য উদঘাটন: আটক ৫

এর মধ্যে ইতোমধ্যেই ৮ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলাব্যাপী এই মরণভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২৪৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *