বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী যুবকের

ফাইল ছবি

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া খুটাখালী এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

রবিবার (২৮ জুন) সকাল ১১টায় চকরিয়া উপজেলাধীন খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবক নুরুজ্জামান (২৬) নাইক্ষ্যংছড়ি তুমব্রু ক্যাম্প এলাকার মৃত আবু বক্কর ছিদ্দিকীর ছেলে। তিনি আলীকদম উপজেলা কৃষি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

আরও পড়ুন: জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনার শেষ দিন কাল

ঘটনার সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম জানান, যাত্রীবাহী বাসটি (মারছা পরিবহন) ছিল চট্টগ্রামমুখী আর নুরুজ্জামান মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন কক্সবাজার। পাশ দিয়ে যাওয়ার সময় বাসের ধাক্কা লেগে নুরুজ্জামান মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে বলেও জানান এই পুলিশ অফিসার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *