যশোরের নাভারন-সাতক্ষীরা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২০মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার কুচেমোড়া এলাকায় সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বাসযাত্রী হাড়িখালী এলাকার লিটন (৩০) জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা লোকাল বাসটি ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল। পথে কুচেমোড়া এলাকায় পৌঁছালে বাসের সামনে থাকা একটি ভ্যান ও একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি উল্টে সড়কের পাশে খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পাঠিয়েছেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনচার্জ ডা: শুভেন্দু বিশ্বাস জানান, ‘আহতদের মধ্যে ২ জনের অবস্থা কিছুটা খারাপ হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ১জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।
নাভারন হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজামান রোকন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বাসটির চালক-হেলপার পালিয়ে যান। কুচেমোড়া থেকে রেকার এনে বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে।
