শার্শা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ সাহেব আলীকে রবিবার বিকালে দেখতে এবং তার শারীরিক খোঁজ খবর নিতে যান শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি নেতা সাহেব আলী দীর্ঘ দিন ধরে ঢাকায় চিকিৎসাধীন ছিলেন। এরপর বিএনপির নেতৃবৃন্দ বাহাদুরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহাজুল ইসলামের ছোট ভাই রিয়াজুল ইসলাম, বিএনপি নেতা খাজা আহমেদ ও বিএনপি নেতা আব্দুর রহমান বাদলের মাতার কবর জিয়ারত করেন এবং ধান্যখোলা বিএনপির কার্যালয়ে নেতা কর্মীদের সাথে মত বিনিময় করেন।
এ সময় উপস্থিত নেতা কর্মীদের আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকী পালনের আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাফা উদ্দিন খা, আব্দুল মজিদ মাজেদ ও আহম্মদ আলী শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ ও আসাদুজ্জামান সাগর, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মিয়াদ আলী ও প্রচার সম্পাদক নজরুল ইসলাম, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোজাফফর হোসেন ও শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান সহ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা কর্মীরা।
