বিএনপির কমিটি গঠন নির্বাচনে, শার্শার লক্ষণপুর ইউনিয়ন

যশোরের শার্শার উৎসব মুখর পরিবেশে লক্ষনপুর ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত লক্ষণপুর স্কুলে বিরতিহীন ভাবে চলে ভোট গ্রহণ কার্যক্রম। ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৩৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বাতিল ভোট সংখ্যা ৮ সভাপতি পদে আহসান হাবিব খোকন ৩৫০ পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শহিদুল ইসলাম পেয়েছেন ৭৬ ভোট। সাধারণ সম্পাদক পদে শামসুর রহমান পেয়েছেন ৩২১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুলতান আহম্মেদ পেয়েছেন ১০৫ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে তোফাজ্জেল হোসেন লিটন পেয়েছেন ৩৫১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান পেয়েছেন ৭৬ ভোট। নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান ও সিরাজুল ইসলাম। নির্বাচিতদের  শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম, সদস্য সচিব এ্যাড সৈয়দ সাবেরুল হক সাবু ও যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকন। শার্শা উপজেলা  বিএনপির আহ্বায়ক আলহাজ্ব খায়রুজ্জামান মধু, যুগ্ন আহবায়ক আবুল হাসান জহির, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য শাহাবুদ্দিন ও বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক  কমিটির সম্মানিত সদস্য আশরাফুল আলম বাবু, মোস্তফা কামাল মিন্টু, ওসমান আলী, বখতিয়ার রহমান ও ইসমাইল হোসেন শান্তি,আহম্মদ আলী শাহিন, উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম ও সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, আওরঙ্গজেব, সাইফুর রহমান পিন্টু, আব্দুর রশিদ ও শহিদুল ইসলাম শহিদ সহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *