বিএনপি জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শার্শায় প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

আগামীকাল ২৯অক্টোবর বিএনপি, জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে শার্শায় এক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন শার্শা ১০ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং শার্শা উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক জনাব কবির উদ্দীন আহম্মদ তোতা। উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন যশোর শার্শা-১ আসনের মাননীয় সংসদ সদস্য একান্ত সচিব আসাদুজ্জামান আসাদ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মফিজুর সহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগের বিভিন্ন সদস্য।

বিক্ষোভ মিছিল শেষে বিভিন্ন ব্যক্তিবর্গের বক্তব্যে বলেন আগামীকালের হরতালে বিএনপি ও জামায়াতের ডাকা হরতালে বিএনপি জামায়াতের কাউকে মাঠে উঠতে দিবে না এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে চলতে পারে সেদিকে কড়া নজরদারি রাখবে।

 

মর্নিংনিউজ/বিআই/আরকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *