বিনামূল্যে ছাত্রীদের ফ্রিল্যান্সিং শেখাবে শক্তি ফাউন্ডেশন

বিনামূল্যে

বিনামূল্যে

ডিজিটাল বাংলাদেশ গঠনে ও দক্ষ ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষে শক্তি ফাউন্ডেশন ও তথ্যপ্রযুক্তি কোম্পানি অকুলীন টেক বিডি একটি যৌথ উদ্যোগ শুরু করেছে। ‘কোডিং ফর গার্লস’ শিরোনামে ওই উদ্যোগের আওতায় স্কুল ও কলেজছাত্রীদের ফ্রিল্যান্সিং কার্যক্রমের ওপর বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।

গতকাল রাজধানীর গুলশানে অকুলীন টেক বিডির কার্যালয়ে এ বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শক্তি ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও অকুলীন টেক বিডির ম্যানেজিং ডিরেক্টর শাদাব সাজিদ উপস্থিত ছিলেন।

প্রাথমিক পর্যায়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার ও কুমিল্লার তিতাস উপজেলার চারটি উচ্চ বিদ্যলয়ের প্রায় ১০০ ছাত্রীকে এ প্রশিক্ষণ দেয়া হবে। এ কার্যক্রমে সংশ্লিষ্ট এলাকার উচ্চ বিদ্যলয়ের পাশাপাশি স্থানীয় আইটি ট্রেনিং ইনস্টিটিউটগুলোকেও সম্পৃক্ত করা হবে। এতে করে পরবর্তী সময়ে অন্যরা রোবোটিক্স বিষয়ক প্রশিক্ষণ নিতে পারবে। প্রশিক্ষণ কোর্সে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অন্তর্ভুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *