বেনাপোল কাগজপুকুর বাজারের নবগঠিত ৩৭ সদস্যের কমিটির পরিচিতি সভা

শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর বাজারের ৩৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির পরিচিতি সভা ২০২৪  অনুষ্ঠিত হয়েছে। নবাগত কমিটির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান। ২৫ শে ডিসেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় কাগজপুকুর বাজারে আব্দুল মালেকের সভাপতিত্বে ও আবুল কাশেম এর সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সবেক সিনিয়র সহ-সভাপতি  আলহাজ্ব নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, জাতীয়তাবাদী কৃষকদলের জেলা যুগ্ন আহ্বায়ক ও শার্শা উপজেলা সভাপতি আমিরুল ইসলাম, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জমান, শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জ্বোহা সেলিম, বেনাপোল পৌর বিএনপির  সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন  শিক্ষক আবদুল মান্নান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, বেনাপোল স্থলবন্দরের ৯২৫ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী, বেনাপোল ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলমগীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, সাদীপুর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালেক, বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক-আরিফুল ইসলাম আরিফ,উপজেলা কৃষকদলে যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, বেনাপোল পৌর কৃষকদলের সভাপতি জসিম উদ্দিনসহ বিএনপির সকল গঠন সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *