বেনাপোল পোর্ট থানা সেকেন্ড অফিসার এসআই লিখন কুমার সরকারকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া। ৩ জানুয়ারী শুক্রবার দুপুর একটার সময় বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ এর কক্ষে তাকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। তাকে পি,বি,আইতে বদলি করা হয়েছে। তিনি ২০২৩ সালে বেনাপোল পোর্ট থানায় যোগদান করেন, সেই থেকে তিনি সততার সাথে এই থানায় দায়িত্ব পালন করেছেন, তার এই বিদয়ে বেনাপোলবাসী শোকাহত। এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া, এসআই আবুল বাসার, এসআই আমির হোসেন, এসআই এনামুল, যশোর জেলা স্বেচ্ছাসেবকদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সবুর হোসেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব সহিদ আলী, শার্শা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুল মাজেদ, শার্শা থানা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম, বেনাপোল পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মালেক, বিএনপির নেতা পলক পারভেজ লালটুসহ পোর্ট থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বেনাপোল পোর্ট থানায় এসআই লিখন কুমার সরকারকে বিদায় সংবর্ধনা
