বেনাপোল রেললাইনের অবৈধ স্থাপনা, বস্তি উচ্ছেদ! কাজ শুরু নতুন রেললাইনের।

যশোরের বেনাপোলে নতুন রেললাইন নির্মাণ কাজের জন্য রেললাইন এর দুই ধার থেকে অবৈধ স্থাপনা ও বস্তি ঘর বাড়ি উচ্ছেদ করলেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ, সহকারী প্রকৌশলী গৌতম কুমার বিশ্বাস।১৬ জানুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার দিনব্যাপী বেনাপোল স্থলবন্দরের ছোট আঁচড়া মোড় হয়তে ভবেরবেড় গ্রাম পর্যন্ত নতুন দুইটি  এয়ারলাইন বসানোর জন্য নির্মাণ কাজ শুরু হয়েছে। তাই রেললাইন এর দুই ধার হইতে শত শত বস্তি ঘর অবৈধ স্থাপানা উচ্ছেদ কারলেন বাংলাদেশ রেলওয়ে কতৃপক্ষ। জানা গেছে এই উচ্ছেদে, দীর্ঘদিন যাবত যারা রেললাইনের ধারে বসবাস করতেন তাদের পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। এবং বাচ্চাকাচ্চা নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটাচ্ছেন। বেনাপোল রেলওয়ে টিটি মাস্টার পারভীন আক্তার বললেন,গত দুই দিন ধরে নতুন এয়ারলাইনের কাজ করার জন্য ছোট আঁচড়া মোড় হইতে ভবেরবেড় গ্রামের বড় মসজিদ পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এবং নতুন লাইনের নির্মাণ কাজ পেয়েছেন ঠিকাদার প্রতিষ্ঠান ম্যাক্স কোম্পানি। তিনি আরও বলেন, যারা অবৈধভাবে রেলওয়ের জায়গায় দখল করে ছিলো তাদেরকে ১ মাস আগেই নোটিশ দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *