বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাক চাপায় ভারতীয় চালকের মৃত্যু

দেশী ঝুট ভর্তি একটি ট্রাক, মালের ওজন প্রায় ১৫ টন, যশোরের বেনাপোল স্থলবন্দর। উক্ত এলালায় বর্ডার চেকপোস্টের দিকে প্রত্যাগমনকালে লোডেড ট্রাকটি পোর্ট থানার সামনে ভারতীয় এক ড্রাইভারকে চাকায় পিষ্ট করে। উক্ত সময় শ্যাম সুন্দর নামের ভারতীয় ড্রাইভার ও তার সহকর্মী চালক অজিত জাদব রাস্তা পারাপারের চেষ্টা করছিল। সাধারণত যেসব ভারতীয় ট্রাক বাংলাদেশে মালামাল নিয়ে আসে, সেসব ট্রাকে ২জন করে ড্রাইভার থাকে। রাস্তা পারাপারের ঐ ঘটনায় শ্যাম সুন্দর(৫৭) নামক চালক ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ঘটনা স্থলেই মারা যান। ঘটনাটি ঘটে, ১৬ অক্টোবর (রবিবার) সকাল আনুৃমানিক ৬:৩০ এর সময়, বেনাপোল পোর্ট থানার সামনে। স্থানীয়সূত্রে জানা যায়, বাংলাদেশী, প্রায় ১৫ টন ঝুট ভর্তি ট্রাক, কুষ্টিয়া – ট-১১-১০৭৪, বাহনটিতে চালক হিসেবে ছিল অদক্ষ হেল্পার! প্রধান চালক অনুপস্থিত! ভারতীয় চালক শ্যাম সুন্দর (৫৭) তার সহকর্মীকে নিয়ে চা পানের জন্য রাস্তা পারাপারে সচেষ্ট হয়। আর ঠিক ঐ সময় ঘাতক ট্রাক তাকে ধাক্কা দিলে ট্রাকের সামনের চাকা তার উপরে উঠে যায়, কিন্তু চালক ঐ অবস্থায়ও ট্রাকটি চালিয়ে যায় এবং তখন ঘাতক ট্রাকের পিছনের চাকাও ভারতীয় চালক শ্যাম সুন্দরের উপর দিয়ে চলে যায়। প্রবল চাপে পিষ্ট হয়ে উক্ত শ্যাম সুন্দরের বডি, হাত, মাথা নির্মমভাবে দলিত মথিত হয়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের সহযোগী ভারতীয় ট্রাক ড্রাইভার অজিত জাদবের কাছ থেকে ঘটনার হুবহু ব্যাখা জানা যায়, যা পরবর্তীতে বেনাপোল পোর্টথানা পুলিশ নিশ্চিত করেছে। পোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে তাৎক্ষণাৎ পৌঁছে ঝুট ভর্তি ট্রাকসহ হেল্পার শিলন হোসেন(২২) নামক যুবককে আটক করেছে। ঘাতক ট্রাক হেল্পার শিলন হোসেন, চুয়াডাংগা জেলার, আলমডাঙ্গা থানার, হাকিমপুর গ্রামের, মিজানুর রহমান এর ছেলে। অপরদিকে, নিহত শ্যাম সুন্দর (৫৭) ভারতের উত্তর প্রদেশের উমরালা, কসি কালান, চাহতা- মাথুরা ২৮১৪০৩ এর বাসিন্দা। তার পিতার নামঃ তেজি রাম। নিহতের ড্রাইভিং লাইসেন্স নং- UP85 19880003141 উক্ত লোমহর্ষক ঘটনায় নিহতের সহকর্মী অজিত জাদব অল্পের জন্য বেঁচে যায়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং নিহতের মরদেহ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *