যশোরের বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আয়োজনে ৫৩ তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। সোমবার(১৬ ই ডিসেম্বর) প্রথম প্রহরে বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও উলাশী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহীদ আলীর নেতৃত্বে একটি র্যালী নিয়ে কাগজপুর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় সাথে ছিলেন, বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি আসাদুল ইসলাম, শ্রমিক নেতা তবিবুর রহমান তবি, ইদ্রিস আলীসহ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা।
বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের বিজয় দিবস ২০২৪ পালন
