বোয়ালখালীতে মরদেহ উদ্ধার- করোনা সন্দেহে আত্মহত্যার গুঞ্জন

চট্টগ্রামের বোয়ালখালীর জলিল আম্বিয়া কলেজের পাশ হতে সুমন দেওয়ানজী (৩৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (০৬ জুন) সকাল ১১টার দিকে কধুরখীলের জলিল আম্বিয়া কলেজের পাশের সড়ক থেকে মরদেহটি উদ্ধার করে
বোয়ালখালী থানা পুলিশ। সুমন ওই এলাকার হরি চৌকিদার বাড়ির টুন্টু দেওয়ানজীর ছেলে।

সুমন তার স্ত্রী ও তিন কন্যা নিয়ে আম্বিয়া কলেজের পাশের একটি বাড়িতে থাকতেন।

স্থানীয়দের মতে, সুমন কলেজের ৫ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। যদিও কলেজের সব গেট বন্ধ
ছিলো বলে দাবী করছে কলেজের দারোয়ান মো. ইউসুফ।

কলেজের দারোয়ান ইউসুফ আরও জানায়, রাতের ডিউটি শেষে সকালে ঘুম হতে উঠলে তার স্ত্রীর মাধ্যমে জানতে পারে কলেজের
পাশে একটি মরদেহ পড়ে আছে।

স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু মর্নিং নিউজ বিডিকে বলেন, ‘সুমন শুক্রবার (৫ জুন) রাতে তার স্ত্রী ও পরিবারের
অন্য সদস্যদের করোনায় আক্রান্ত হয়েছে বলে জানালে তারা শনিবার তাকে করোনা পরীক্ষা করার জন্য বলেছিল। কিন্তু সকালে
জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার ওপর লাফ দিয়ে আত্মহত্যা করে সে।’

এ বিষয়ে বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফু্র রহমান মর্নিং নিউজ বিডিকে বলেন, মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর জানা যাবে তার মৃত্যুর রহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *