ব্যাগ থেকে টাকা হারানোয় শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ালেন শিক্ষিকা

ঝিনাইদহের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারানোর ঘটনায় শিক্ষার্থীদের চাল পড়া খাইয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটে। ওই শিক্ষিকার নাম ইমরানা খাতুন তৃপ্তি। মঙ্গলবার এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয় জেলা জুড়ে।

জানা যায়, সোমবার দুপুরে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে ২ হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে তিনি কোন এক কবিরাজের কাছ থেকে চাল পড়া এনে শিক্ষার্থীদের খাওয়ান।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী জানায়, আমার ব্যাগ থেকে কে টাকা নিয়েছে শিকার করো বলে ম্যাডাম বকা দেয় । এর কিছুক্ষন পর ম্যাডাম এসে আমাদের বলে চাল পড়া নিয়ে এসেছি এগুলো সবাই খাও। তাহলে কে টাকা নিয়েছে বেরিয়ে আসবে। তিনি জোর করে আমাদের চাল খাওয়ান।

স্থানীয় বাসিন্দা কানন হোসেন জানান, সোমবার ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে কোথাও থেকে চাউল পড়া নিয়ে এসে শিক্ষার্থীদের জোরপূর্বক খাওয়ায়। এতে স্কুলের শিক্ষার্থীরা অনেক নার্ভাস হয়ে যায়। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা স্কুলে গেলে ঐ শিক্ষিকাকে আর পাওয়া যায়নি।ক

শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি বলেন, আমার টাকা চুরি হয়েছে। অন্য সহকর্মীদের পরামর্শে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়েছে। তবে তা কবিরাজের পড়া চাল না। এটা নিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।

পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীনের নিকট মোবাইল ফোনে এবিষয়ে জানতে চাওয়া হলে সাংবাদিক পরিচয় শুনে কলটি কেটে দেন। পরবর্তীতে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলে মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এবিষয়ে ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা মর্নিং নিউজ বিডি ডটকমকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ইতিমধ্যে আমি সংশ্লিষ্ট ক্লাসটারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি ক্ষতিয়ে দেখার জন্য বলেছি। যদি এমন কিছু ঘটে থাকে, তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *