ব্রাদার্স ফার্নিচারের বরিশাল শো-রুমের যাত্রা শুরু

ব্রাদার্স ফার্নিচার
ব্রাদার্স ফার্নিচার
সম্পূর্ণ নতুন আঙ্গিকে, সুপরিসরে, খাল নদীর জেলা বরিশালে যাত্রা শুরু করেছে ব্রাদার্স ফার্নিচার। শহীদ নজরুল ইসলাম রোড, পুলিশ লাইন, বরিশালে প্রতিষ্ঠানটির সুসজ্জিত বিশাল একটি শোরুম উদ্বোধন করা হয়েছে।
শো-রুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্রাদার্স ফার্নিচারের পরিচালক শরীফুজ্জামান সরকার ও সম্মানিত ডিলার ওয়াজেদ হোসেন চৌধুরী (রতন)।
এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষ্যে সকল ফার্নিচারের ওপর ৫ থেকে ১৫ শতাংশ মূল্য ছাড় দেয়া হচ্ছে। আগামী ১৮ আগষ্ট ২০২৩ পর্যন্ত এ অফার চলবে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন: হটলাইন:- ০৯৬১২৮৮৮৭৭৭ শোরুম-০১৯০২৫০১৬৩৯,  ০১৯০২৫০১৬৪০। এছাড়া ভিজিট  করুন:www.brothersfurniture.com.bd এই ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *