অবৈধভাবে ভারতে বসবাসের দায়ে ৪ বাংলাদেশী নাগরিক ভারতীয় পুলিশ কর্তৃক আটকের পর দীর্ঘদিন কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের নিকট হস্তান্তর করেছে।
মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির উপস্থিতিতে তাদেরকে হস্তান্তর করা হয়। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস হোসেন মুন্সি জানান, ভারতীয় ইমিগ্রেশন থেকে দেওয়া ৪ বাংলাদেশী কে ইমিগ্রেশনের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর বেনাপোল পোর্ট থানার নিকট হস্তান্তর করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা কর্তৃক আইনি কার্যক্রম শেষে যশোর জাস্টিস এন্ড কেয়ার সংস্থার নিকট হস্তান্তর করবেন।
বাংলাদেশীরা হলো সাইফুল চুন্নু খান (৩০) পিতাঃ মোঃ চুন্নু খান, গ্রামঃ বুড়িখালী, পোস্টঃ দৌতলা, থানাঃ নড়াইল জেলাঃ নড়াইল, মোছাঃ নূরজাহান বেগম (২৮) পিতাঃ কালাম সরদার, গ্রামঃ দোহর শেখতি, পোঃ মুলিয়া থানা+জেলাঃ নড়াইল, পারভেজ শাখি (২২) পিতাঃ মোঃ ইসলাম শাখি, গ্রামঃ পেরুলি কালিয়া, পোস্টঃ জামরুল ডাঙ্গা, থানা+জেলাঃ নড়াইল ও রেকসোনা (১৯) পিতাঃ মোঃ শাহিনুর রহমান, গ্রামঃ কেড়াগাছি, পোঃ কেড়াগাছি, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতখীরা।
