ভারতে ফের কোভিড হাসপাতালে আগুন, নিহত ৭

ছবি: সংগৃহিত

ভারতের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া আরও একটি কোভিড হাসপাতালে অগ্নিকাণ্ড ঘটেছে। ভয়াবহ সেই ঘটনায় এখন পর্যন্ত অন্তত ৭ জনের প্রাণহানি ও বেশকিছু গুরুতরভাবে আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছেন, রবিবার (৯ আগস্ট) সকালে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে দুর্ঘটনাটি ঘটে। শহরের হোটেল স্বর্ণা প্যালেসে অস্থায়ীভাবে কোভিড রোগীদের চিকিৎসা দিয়ে আসছিল রমেশ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের সময় সেখানে ৩০ জন কোভিড রোগী চিকিৎসাধীন ছিলেন। যাদের মধ্যে সাতজন রোগীর মৃত্যু হয়েছে। ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকিরা ভেতরে আটকা পড়েছে। তাদের উদ্ধারে কাজ করছে দমকল বাহিনী।

এ দিকে খবর পেয়ে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, আগুনের ঘটনায় ১৫-২০ জন কোভিড রোগী আহত হয়েছেন। এর মধ্যে দুই তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) গুজরাটের আহমেদাবাদে করোনা রোগীদের চিকিৎসা দেওয়া একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছিল।

facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *