ভারতে বন্দি ২৫ বাংলাদেশীকে ফিরিয়ে আনার দাবী এলাকাবাসী ও স্বজনদের

করোনাকালে ভারতের জেলে বন্দি ২৫ বাংলাদেশীকে মুক্তি দিয়ে দেশে ফিরিয়ে আনার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী ও তাদের স্বজনরা।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় চিলমারী-রমনাঘাট সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বন্দিদের স্বজনরা জানান, ভ্রমণ ভিসা নিয়ে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বিভিন্ন সময় চিলমারীর ২৬ নাগরিক ভারতে বেড়াতে যান। সেখানে তারা তাদের আত্মীয়ের বাড়ীতে থেকে কেউ মাছ ধরার কাজ করতেন, আবার অনেকে খামারে দিন মজুরের কাজ করতেন।

এরই মধ্যে করোনায় ভারতে ২য় ধাপের লকডাউনে গত ২মে দু’টি মিনিবাসে করে আসাম রাজ্যের জোরহাট জেলা থেকে পশ্চিমবঙ্গের চেংরাবান্ধা চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফেরার পথে ৩মে সকালে বাহালপুর এলাকায় ধুবড়ি জেলা পুলিশ তাদের আটক করে। পরে ৫ই মে তাদের বিরুদ্ধে পাসপোর্ট জালিয়াতির মামলা হয়।

আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে ২ কেজি গাঁজাসহ ২ যুবক আটক

এরমধ্যে গত ১ জুলাই পুলিশ হেফাজতে বকুল মিয়া নামে একজন মারা যায়। চারদিন পর মরদেহ ফেরত পায় তার পরিবার। এদিকে ভারতের জেলে বন্দি বাংলাদেশী নাগরিকদের পরিবার তাদের দ্রুত মুক্তি পেতে সরকারসহ বিভিন্ন দপ্তরের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *