ভূঁয়া কমিটি ও মিথ্যা মামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বাগেরহাটের চিতলমারী উপজেলা যুবদল নেতাকে মৎস্যজীবি লীগ কমিটির সহ-সভাপতি দেখিয়ে তা ফেসবুকে পোষ্ট করা এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার প্রতিবাদে’ “চিতলমারী প্রেসক্লাবে” একটি সাংবাদিক সম্মেলন হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় এই “সাংবাদিক সম্মেলন” করেন উপজেলার আড়–য়াবর্নী চর পুর্বপাড়া গ্রামের মৃত: হাবিবুর রহমানের ছেলে মো: বিপুল শেখ (৫০)। সাংবাদিক সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠকালে জানান, তার পরিবার বিগত দিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপির) আদর্শে সম্পৃক্ত রয়েছেন। তার শশুর মরহুম আ: ছাত্তার খান ছিলেন চিতলমারী উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক। তারই ধারা বাহিকতায় তিনি ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত উপজেলা যুব দলের ২৫ নম্বর সদস্য ছিলেন। এর পর ২০০৯ থেকে বিভিন্ন মেয়াদে নির্বাচিত যুবদলের সদস্য হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। সে সকল কমিটির কাগজপত্র তার কাছে সংরক্ষিত আছে বলে উল্লেখ করেন। এই দীর্ঘ সময় তার জানামতে অন্য কোন দলের সাথে তিনি সম্পৃক্ত ছিলেন না। এ অবস্থায় কতিপয় ষড়যন্ত্রকারীরা তাকে যুব দলের আদর্শ থেকে বিতাড়িত করার চরিতার্থে, উপজেলা মৎস্যজীবি লীগের প্যাডে তার নাম ব্যবহার করে একটি বানোয়াট কমিটি করে। সেখানে তাকে সহ-সভাপতির পদে রাখে এবং তা সোস্যাল মিডিয়ায় পোষ্ট করে । এছাড়া তার বিরুদ্ধে  বাগেরহাট বিজ্ঞ আদালতে জিআর-১০২/২৪ একটি মিথ্যা মামলা দায়ের করা হয়।  মো: বিপুল শেখ সাংবাদিক সম্মেলনে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *