ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে গুইমারা রিজিয়নের মহতি উদ্যোগ

 

খাগড়াছড়ি প্রতিনিধি : শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা আওতাধীন সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে তৈকর্মাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানবিক সহায়তার আয়োজন করা হয়। শিক্ষাকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত অসহায়দের মাঝে আর্থিক সহায়তা,সোলার প্যানেল, ঢেউটিন, সেলাই মেশিন সহ এবং প্রান্তিক কৃষকদের মাঝে সার বিতরণ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইক প্রদান করা হয়।

এই মহৎ মানবিক সহায়তা প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন, সিন্ধুকছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা।
সেনাবাহিনী জানায়, মানুষের মৌলিক চাহিদার মাঝে শিক্ষা,চিকিৎসা,বস্ত্র,বাসস্থান গুরুত্বপূর্ণ অংশ। বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার যেমন কোন বিকল্প নেই।
তেমনি ভাবে মানুষের সবধরনের কার্যক্রম অব্যহত রাখতে মিলেমিশে উন্নয়নের জন্য ভূমিকা রাখা আবশ্যক।

 

মর্নিংনিউজ/বিআই/টিবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *