মহেশপুর সীমান্ত থেকে ৫ কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিজিবি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত এলাকা থেকে ৫কেজি স্বর্ণ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। শনিবার বেলা সাড়ে এগারোটার টার দিকে উপজেলার মাটিলা গ্রামের মাঠ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে স্বর্ণ চোরাচালানের বিষয়ে তথ্যপ্রাপ্ত হয়ে মাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৫১ হতে ২৫০গজ বাংলাদেশের অভ্যন্তরে এ্যাম্বুশ স্থাপন করে। তথ্যের বর্ণনা মোতাবেক আনুমানিক সাড়ে ১১টার সময় চোরাকারবারী সীমান্ত সংলগ্ন কৃষি জমিতে কাজ করার বাহানায় স্বর্নের চালানটি নেয়ার চেষ্টাকালে এ্যাম্বুশ দল তাদেরকে চ্যালেঞ্জ করে । এতে চোরাকারবারীরা স্বর্ণের প্যআকএট ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে সেখানে একটি সাদা প্যাকেটে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার(প্রতিটি ১কেজি করে সর্বমোট ৫কেজি) উদ্ধার করে বিজিবি সদস্যরা। উদ্ধারকৃত স্বর্নের মূল্য চার কোটি পঁয়ত্রিশ লক্ষ নয় হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা মাত্র। মহেশপুর ৫৮বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এইচ এম সালাহউদ্দিন চৌধুরী এক ই-মেইল বার্তায় এসকল তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান উদ্ধারকৃত স্বর্ণের বার যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে জমা করা ও পলাতক আসামিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *