গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক আকিব জাভেদ বাবু নিজ দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোষ্টের মাধ্যমে এ বিষয়টি তিনি জানান। ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজ থেকে তিনি স্নাতক পাস করেছেন বলে জানা গেছে।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে আকিব জাভেদ বাবু লেখেন, আমি গণঅধিকার পরিষদ, “ঝিনাইদহ জেলা শাখার প্রচার সম্পাদক পদ থেকে সম্পূর্ণ খুশি মেজাজে পদত্যাগ করলাম। আমি একমাত্র আল্লাহর সৈনিক”। এর কিছুক্ষণ আগে তিনি তার ফেসবুকে লেখেন, “মানুষের তৈরি করা সকল রাজনীতি বাদ দিয়ে আল্লাহর রাজনীতি করার শপথ নিলাম”। এ দুটি পোস্টের ঘন্টা খানেক আগে আরো একটি পোস্টে তিনি লেখেন, “আন্দোলন অনেক হয়েছে কোন কথা হবে না ফিলিস্তিন যাব। ইনশাআল্লাহ”।
তার এই ফেসবুক পোস্টে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে আকিব জাভেদ বাবু দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, দুনিয়াবি রাজনীতি আমার ভালো লাগছে না। এজন্যই এ সিদ্ধান্ত নিয়েছি। সবাই হয়তো মনে করছে আমি গণঅধিকার পরিষদকে খাটো করে দেখছি, আসলে এমন কোন বিষয় না। আমি ৫ আগস্টের পর থেকে রাজনীতি থেকে অনেকটাই বিরত আছি। বর্তমান আমার রাজনীতি করতে ভালো লাগছে না, তাই পদত্যাগ করছি। আমার মনে হয়েছে এই দল না করা উচিত।
তিনি বলেন, আমি যাদের সাথে মিশি বা দল করি তাদেরকে যদি আমার ভালো না লাগে বা আমার আদর্শের জায়গা থেকে না মেলে তাহলে তো আমার সেটা ভালো লাগার কথা না। এটাই আসলে মূল বিষয়। তিনি আরো বলেন, আমাকে কেউ বেপথে পরিচালিত করতে পারবে না। আমার ফেসবুক স্ট্যাটাসে হয়তো বা অনেকে অনেক কিছু মনে করতে পারে। আমি আমার ঈমানের জায়গা থেকে চেষ্টা করছি দল থেকে দূরে থাকার।
অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, আমি অন্য কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত হচ্ছি না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের দলের যে গ্রুপ আছে সেখানে আমি লিখিতভাবে আমার পদত্যাগ করার বিষয়টি জানিয়ে দিয়েছি।
গণঅধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। তবে আমরা এখনো তার কাছ থেকে কোন লিখিত পদত্যাগপত্র পাইনি।
