মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে মানববন্ধন

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ডা. নুর মোহাম্মদ টিপুকে হত্যারকারীদের  দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবীতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২৭ জুলাই ) সকাল ১০ টায় ঢাকা- খাগড়াছড়ি মহাসড়কের তবলছড়ি মুক্তিযোদ্ধা চত্বরে  কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ লোকমান হোসাইন এর সঞ্চালনায় ও কেন্দ্রীয় নেতা এস এম হেলালের সভাপতিত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত ২৪ তারিখ ভোর আনুমানিক ৪ টার সময় খাগড়াছড়ি জেলাধীন মাটিরাঙ্গা উপজেলার ১০ নাম্বার নামক এলাকার বাসিন্দা ও মাটিরাঙ্গা বাজারের ওষুধ ব্যবসায়ী ডা: নুর মোহাম্মদ টিপুকে ৩ জন উপজাতি যুবক রোগী দেখার জন্য কাকুতিমিনতি করে তাকে বাড়ি থেকে নিয়ে যায়, এরপর থেকে তার  ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ পেয়ে তার পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকার লোকজন বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে, অবশেষ দুপুর ১:৩০ মিনিটে ঢাকা- খাগড়াছড়ি সড়কের পাশে সাপমারা নামক ব্রীজের নিচ থেকে হাত পা বাধা অবস্থায় তার লাশ পাওয়া যায়।

এর প্রতিবাদে ঘটনার দিনই পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের পক্ষ হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়, তখন প্রেস লিস্ট  দিয়ে ৪৮ ঘন্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছিলো, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে  এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় আজকের এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করতে হচ্ছে।

তিনি এমন জঘন্য ঘটনার আবারো তীব্র নিন্দা ও অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবী করেন। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের নীল-নকশা হিসেবে ৩০ হাজার বাঙালিকে খুন করা হয়েছে পরিকল্পিতভাবে। পার্বত্যঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক কোন হত্যাকান্ডের প্রকৃত বিচার না হওয়ার কারণে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে জেএসএস ও ইউপিডিএফের সন্ত্রাসীরা। নূর মোহাম্মদ টিপু  হত্যাকারীসহ সকল বাঙালি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি কামনা করেন তিনি।

আরও পড়ুন: তিস্তাপাড়ের ক্ষুদে ক্রীড়াবিদ জোহরা ফুটবলার হতে চায়!

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের  মহাসচিব সাবেক মেয়র আলমগীর কবির,যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর  ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, এস এম হেলাল, মোঃ জালাল,মোঃ আরিফুল ইসলাম, মোঃ রবিউল, মোহাম্মদ রাজু, মোঃ রাসেল,ছাত্রনেতা আহম্মেদ রেদওয়ানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *