মাদারীপুরের ‌শিবচ‌রে মেয়েকে পি‌টি‌য়ে হত্যার অভিযোগ পিতার বিরুদ্ধে।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের গোমস্তাকান্দি গ্রামে, পা‌রিবা‌রিক ক‌লহের জে‌রে স্ত্রীর সা‌থে ঝগড়া ক‌রে ক‌লেজ পড়ুয়া মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। আজ রোববার সকা‌লে শিবচর উপ‌জেলার ব‌হেরাতলা ইউনিয়‌নের গোমস্তাকা‌ন্দি গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে। নিহ‌তের নাম আইরিন আক্তার মু‌ক্তি(১৭)। সে সরকারি বরহামগঞ্জ কলেজের ছাত্রী ছাত্রী। ঘটনাস্থলে গিয়ে জানাজায় , র‌বিবার সকা‌লে আইরিনের বাবা ও মায়ের সাথে পা‌রিবা‌রিক বিষয় নি‌য়ে ঝগড়া বা‌ধে। এসময় আইরিনের মা তার বাবা ফরহাদ গোমস্তাকে অশ্লীলভাষায় কথা ব‌লে ও গালাগা‌লি ক‌রে। মে‌য়ে‌কে নি‌য়ে আজেবা‌জে কথা ব‌লে। একপর্যায় ফরহাদ গোমস্তা উত্তে‌জিত হ‌য়ে তার মে‌য়ে‌ আইরিন‌কে ঘ‌রের ভেত‌রে থাকা কা‌ঠের টুকরা দি‌য়ে মাথায় আঘাত ক‌রে। আঘাতপ্রাপ্ত আইরিন ঘটনাস্থ‌লে মৃত‌্যুবরন ক‌রে। স্থানীয়রা আরো জানান, ফরহাদ কৃষি কাজ ক‌রে সংসার চালায়। স্ত্রীর সা‌থে মা‌ঝে মধ্যেই ঝগড়া‌বিবাদ হয়। ফরহা‌দের স্ত্রী সবসময় তার সা‌থে পা‌রিবা‌রিক ক‌লহে জড়ায়। মে‌য়ে‌কে নি‌য়ে‌ও বা‌জে কথা ব‌লে। শিবচর থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ মোক্তার হো‌সেন জানান, স্ত্রীর সা‌থে পা‌রিবা‌রিক ক‌লহের জে‌রে ঘুমন্ত মে‌য়ে‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে তার বাবা ফরহাদ গোমস্তা। মর‌দেহ সুরতহাল ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য মাদারীপুর ম‌র্গে প্রেরন করা হ‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *