মাদারীপুরে হাজী শরীয়াতুল্লাহ রহ. এর আস্তানা ময়দানে ৮০তম বার্ষিক মাহফিল।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বাহাদুরপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হযরত হাজী শরীয়াতুল্লাহ রহ.এর আস্তানা বাহাদুরপুর ময়দানে আজ (বুধবার) থেকে ৩ দিন ব্যাপি বাহাদুরপুর মাদরাসার ৮০তম বার্ষিক মাহফিল শুরু হয়েছে। ৩ দিনব্যাপি মাহফিলের আজ ১ম দিন । আজ বুধবার বাদ জোহর বাহাদুরপুরের বর্তমান পীরসাহেব হাফেজ মাও.আব্দুল্লাহ মুহাম্মাদ হাসান মিয়া দেশ ও জাতির কল্যান কামনা করে মুনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে মাহফিলের কার্যত্রƒম শুরু করেন। এরপর থেকে ধারাবাহিকভাবে দেশের খ্যাতনামা উলামায়ে কেরাম মূল্যবান ওয়াজ নসিহত পেশ করবেন। প্রথম দিনের বয়ানে বক্তারা পরকালে মুক্তির জন্য র্শিক মুক্ত ঈমান-আমলের জন্য সকলের প্রতি আহবান জানান। এবং আগামীকাল মাহফিলের ২য় দিন বাদ জোহর বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের উদ্যোগে জাতীয় ফরায়েজী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ও জানান তারা ।

আগামি শুক্রবার জুমার নামাজের শেষে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *