মিঠাপুকুরের ত্রিমোহনী বেনিপুর ঘাটে ব্রিজের অভাবে চরম দুর্ভোগ, দ্রুত সমাধানের দাবি!

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ত্রিমোহনী বেনিপুর ঘাটে একটি ব্রিজের অভাবে হাজার হাজার মানুষ সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন। এই জনগুরুত্বপূর্ণ পথে প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। একটি ব্রিজের অভাবে তাঁদের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, তাই এলাকাবাসী দ্রুত এই ব্রিজ নির্মাণের জোর দাবি জানিয়েছেন।


জনজীবনে দুর্ভোগের চিত্র

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ত্রিমোহনী বেনিপুর ঘাটটি মিঠাপুকুরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগস্থল। ব্রিজের অভাবে শিক্ষার্থীদের স্কুল-কলেজে পৌঁছাতে যেমন দেরি হয়, তেমনি ব্যবসায়ীরাও সময়মতো তাঁদের পণ্য পরিবহন করতে পারছেন না। এর ফলে ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের ক্ষতি হচ্ছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, মুমূর্ষু রোগীদের সময়মতো হাসপাতাল বা ক্লিনিকে পৌঁছানো সম্ভব হয় না, যা অনেক সময় জীবনহানির কারণ হয়ে দাঁড়ায়।


বর্ষার বিভীষিকা

এলাকাবাসী আরও জানান, বর্ষাকালে এই ঘাটের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। কোমর সমান পানি ভেঙে নৌকায় উঠতে হয় এবং নদী পার হতে প্রায় এক ঘণ্টা সময় লেগে যায়। বন্যার সময় এই দুর্ভোগ চরমে পৌঁছায়, যখন মানুষের চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বছরের পর বছর ধরে এই সমস্যা চলে এলেও সমাধানের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।


এলাকাবাসীর আকুল আবেদন

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ সম্মিলিতভাবে কর্তৃপক্ষের নিকট দ্রুত এই ব্রিজের কাজ শুরু করার জন্য আবেদন জানিয়েছেন। তাঁদের দাবি, একটি ব্রিজ নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নতি ঘটবে, শিক্ষার্থীদের পড়াশোনার সুবিধা হবে, ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে এবং জরুরি পরিস্থিতিতে রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হবে। ত্রিমোহনী বেনিপুরের মানুষের দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *