রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামে স্বপ্নচারী যুব এসোসিয়েশনের উদ্যোগে একটি সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। “সুখী সমৃদ্ধি সুস্থ্য জীবন, নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হোন” এই স্লোগানকে সামনে রেখে স্বপ্নচারী স্বাবলম্বী প্রকল্পের আওতায় এই ছাগল বিতরণ করা হয়।
স্বপ্নচারী যুব এসোসিয়েশনের সকল সদস্যের আর্থিক সহায়তায় এই কর্মসূচিটি বাস্তবায়িত হয়। ছাগল বিতরণ অনুষ্ঠানে স্বপ্নচারী যুব এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আরমান সরকার ও আহসান হাবীব, সভাপতি মোঃ বেলায়েত হোসাইন, সহ-সভাপতি মোঃ বদিউজ্জামান (সাদিক), কোষাধ্যক্ষ মোঃ মাজহারুল ইসলাম (মিজান), হাসান মাহমুদ রাব্বি, রায়হান কবির, শাহারিয়ার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বপ্নচারী যুব এসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আরমান সরকার বলেন, “আমাদের এই কর্মসূচি খুব শীঘ্রই আরও বিস্তার লাভ করবে ইনশাআল্লাহ্। সেইসাথে যারা স্বাবলম্বী ও সমাজের সম্মানিত ব্যক্তি রয়েছেন, তাদের ‘স্বপ্নচারী যুব এসোসিয়েশন’-এর সাথে যুক্ত হয়ে সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি।”
স্বপ্নচারী যুব এসোসিয়েশনের এই উদ্যোগ দরিদ্র পরিবারের স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।
