মিঠাপুকুরে গভীর রাতে সাউন্ড বক্সে ডিজে গানের উৎপাত, অতিষ্ঠ এলাকাবাসী!

রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন স্থানে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজিয়ে ডিজে গান চালানোর ঘটনায় অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং অসুস্থ ব্যক্তিরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন। রাতের বেলায় হঠাৎ করে উচ্চ শব্দে গান শুরু হওয়ায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটছে এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
উপজেলার বিভিন্ন হাট-বাজার এবং জনবসতিপূর্ণ এলাকায় প্রায় প্রতিদিনই গভীর রাতে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে রাত ২টা-৪টা পর্যন্ত এই উৎপাত চলে। এর ফলে একদিকে যেমন শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, তেমনি বয়স্ক ও অসুস্থ মানুষের শারীরিক অবস্থার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে একাধিক এলাকাবাসী জানান, “রাতে একটু শান্তিতে ঘুমানোর উপায় নেই। হঠাৎ করে বিকট শব্দে গান শুরু হলে ঘুম ভেঙে যায়। ছোট বাচ্চাদের কান্নাকাটি শুরু হয়। আমরা বার বার নিষেধ করেও কোনো ফল পাইনি।”
এ পরিস্থিতিতে সচেতন মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, গভীর রাতে উচ্চ শব্দে গান বাজানো আইনত দণ্ডনীয় অপরাধ। প্রশাসনের উচিত নিয়মিত অভিযান চালিয়ে এই ধরনের কার্যকলাপ বন্ধ করা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া।
স্থানীয়রা মনে করেন, পুলিশের নিয়মিত টহল এবং কঠোর নজরদারি এই সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা অবিলম্বে মিঠাপুকুর উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে এ বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *