মিঠাপুকুরে ধান ও ভুট্টার বাম্পার ফলন, ভুট্টা চাষে বেশি লাভবান কৃষক!

রংপুরের মিঠাপুকুর উপজেলায় চলতি মৌসুমে প্রধান কৃষি ফসল ধান ও ভুট্টার বাম্পার ফলন হয়েছে। উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা ধান ও ভুট্টার চাষ করেছেন। বিভিন্ন জাতের ধান ও ভুট্টা চাষাবাদে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, এ বছর ধানের পাশাপাশি ভুট্টা চাষে কৃষকরা বেশ আগ্রহী হয়েছেন। তাদের মতে, তুলনামূলকভাবে ধান চাষের চেয়ে ভুট্টা চাষে বেশি লাভবান হওয়া যায়। ইতোমধ্যে উপজেলার কিছু এলাকায় কৃষকদেরকে মাঠ থেকে ভুট্টা তুলতে দেখা যাচ্ছে। তবে, এখনও অধিকাংশ জমির ভুট্টা পরিপক্ক হতে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তারা।

অন্যদিকে, মাঠ থেকে ধান উঠাতে কৃষকদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। ধানের শীষ এখনো পরিপূর্ণ ভাবে বাহির হয়নি। আবহাওয়া অনুকূলে থাকলে ধান কাটার উৎসব শুরু হতেও খুব বেশি দেরি নেই।
শুধু ধান ও ভুট্টাই নয়, মিঠাপুকুরের কৃষকরা কলা, বরই এবং বিভিন্ন ধরনের সবজির চাষেও বেশ সফল হয়েছেন। মাঠের পাশে ছোট ছোট জমিতে শোভা পাচ্ছে বিভিন্ন প্রকার সবজির বাগান।

কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন, চলতি মৌসুমে মিঠাপুকুরে ধান ও ভুট্টার বাম্পার ফলন কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভুট্টা চাষে অধিক মুনাফার সম্ভাবনা থাকায় আগামীতে এই অঞ্চলের কৃষকরা আরও বেশি ভুট্টা চাষের দিকে ঝুঁকবেন বলে মনে করছেন তারা। তবে, ধান উৎপাদনেও এই অঞ্চলের কৃষকদের আগ্রহ কম নয় এবং আগামীতে ধান ও ভুট্টা উভয় ফসলের চাষাবাদই সমানতালে চলবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *