রংপুরের মিঠাপুকুর উপজেলার ১২ নং মিলনপুর ইউনিয়নের যমুনেশ্বরী নদী পার হতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার, (২ অক্টোবর, ২০২৪) দুপুর ০২ টার দিকে ইউনিয়নের তরফসাহাদী গ্রামের মোঃ খয়রাজ্জামানের ছেলে মোঃ লিটন মিয়া যমুনেশ্বরী নদীর ধারে হরে কৃষ্ণপুর অংশে জমিতে কাজ করার পর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নদীতে নামেন, এ সময় সাঁতার দিয়ে নদী পার হতে গিয়ে তিনি নিখোঁজ হন। তাৎক্ষণিক সময়ে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করার পরেও মোঃ লিটন মিয়ার কোন খোঁজ পাননি।
খোঁজাখুঁজির একপর্যায়ে, রাত আনুমানিক ০৭ ঘটিকার দিকে যমুনেশ্বরী নদীর “ইউনিয়নের কচুবাড়ী” নামক এলাকায় স্থানীয় লোকজন ও আত্মীয়-স্বজনরা মোঃ লিটন মিয়ার পানিতে ভেসে ওঠা লাশ দেখতে পান।
এ সংবাদ লেখা পর্যন্ত ঘটনাস্থলে কোন থানা পুলিশ উপস্থিত হননি।
মিঠাপুকুরে নদী পার হতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু।
