রংপুরের মিঠাপুকুর উপজেলায় এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে উপজেলায় কর্মরত মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
মঙ্গলবার সকাল ১১টায় মিঠাপুকুর উপজেলা পরিষদ চত্বরে এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক কর্মচারীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন-মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বালারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আজিজুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মমিন মন্ডল এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর জেলা শাখার সেক্রেটারি ও রামরায়ের পাড়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা এনামুল হক সহ প্রমূখ।
মানববন্ধনে এমপিও ভুক্ত মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক এবং কর্মচারীবৃন্দের বৈষম্য দূরীকরণ মাধ্যমিক স্তরের এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ করা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবি তুলে ধরা হয়। এতে প্রায় এমপিও ভুক্ত-শতাধিক মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার শিক্ষক, কর্মচারী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মনের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদাণ করা হয়।
