
কুড়িগ্রামের উলিপুরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে গোলাপি বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (২২ আগস্ট) দুপুরে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি মারা যান।
নিহত গোলাপি উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পুর্ব বজরা গ্রামের মোঃ মেহেদী হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত গোলাপি বেগম নিজ ঘরে মোবাইলে চার্জ দিতে যান। এ সময় লুজ কাশেকশনে অসাবধানতাবশত চার্জারের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আরও পড়ুন: ফুলবাড়ীতে অসাবধানতায় বিদ্যুত স্পৃষ্টে অটো রিকসা চালকের মৃত্যু
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন মোবাইল চার্জ দিতে গিয়ে লুজ কাশেকশনে বিদ্যুত স্পৃষ্টে এক গৃহবধুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
