যশোরে সড়ক দুর্ঘটনায় উর্মি খাতুন(১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী নিহত হয়েছে। নিহত উর্মি উপজেলার বিজয়নগর গ্রামের রবিউল ইসলামের মেয়ে ও ছাতিয়ানতলা মাদ্রাসায় ৯ম শ্রেণির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, যশোর ঝিনাইদাহ হাইয়ের চুড়ামনকাটি বাজার এলাকায় রাস্তায় পার হওয়ার সময় রুপসা পরিবহনের সাথে ধাক্কা লাগে। আজ বুধবার বেলা ১২ টার সময় বাসের ধাক্কায় মাথা ও পায়ে গুরুতর জখম হয়। পরে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ষোষণা করে।
