যশোর সীমান্তে যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে বিএসএফ

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্তের তারকাটার কাছে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

সোমবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শার্শা সীমান্তের বিপরীতে ভারতের বাঁশঘাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

স্থানীয় কয়েকজন কৃষক জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে দেখতে পান ভারতীয় সীমান্তের তারকাটার বেড়ার পাশে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পড়ে আছে। কিছুক্ষণ পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে বিএসএফ সদস্যরা মরদেহটি নিয়ে যায়।

শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম জানান, খবর পেয়ে তারা মরদেহ উদ্ধারের জন্য গিয়েছিলেন। কিন্তু মরদেহটি ভারত অংশে থাকায় বিএসএফ নিয়ে যায়।

নিহত যুবক বাংলাদেশি না ভারতীয় সেটা এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *