যোগী আদিত্যনাথ এবার হায়দরাবাদের নাম বদলাতে চান

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  এবার হায়দরাবাদের নাম বদলে ভাগ্যনগর রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি শনিবার তেলেঙ্গানার রাজধানীর ওল্ড সিটির শাহ আলী বান্দা এলাকার লাল দরওয়াজায় বিজেপির এক সমাবেশে এ কথা জানান।

যোগী আদিত্যনাথ বলেন, হায়দরাবাদের নাম পাল্টে ভাগ্যনগর করা যায় কি না তা অনেকেই জানতে চাইছিলেন। আমি বলি, কেন করা যাবে না? তারপর তারা জানতে চায়, কীভাবে? আমি তখন তাদের বলি- বিজেপি ক্ষমতায় আসার পর যেভাবে উত্তর প্রদেশে ফাইজাবাদ অযোধ্যা হয়েছে, এলাহাবাদ হয়েছে প্রয়োগরাজ, ঠিক সেভাবেই।

হায়দরাবাদে পৌরসভা নির্বাচনের তিন দিন আগে অনুষ্ঠিত এ সমাবেশে  তেলেঙ্গানার ক্ষমতাসীন দল তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) বিরুদ্ধে আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিনের (এআইএমআইএম) সঙ্গে গোপন আঁতাতেরও অভিযোগ তোলেন উত্তর প্রদেশের এ মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *