আসন্ন শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর ও নির্বিঘ্নে করতে রংপুরের গঙ্গাচড়া উপজেলার পুজা উদযাপন পরিষদের সাথে মতবিনিময় করছেন উপজেলা জামায়াত। রবিবার সন্ধ্যায় গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ নায়েবুজ্জামান এর সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ তাজ উদ্দিন, উপজেলা সেক্রেটারী মাওলানা মোঃ সাইফুল ইসলাম,গঙ্গাচড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ক্ষ্যান্ত রানী রায়, সাধারণ সম্পাদক, পরিতোষ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল রায়, সদস্য ডালিম কুমার রায় প্রমুখ।
