রংপুরের মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫), দুপুরে চিথলী দক্ষিণপাড়া গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনের লেলিহান শিখা কেড়ে নিয়েছে তিনটি পরিবারের সর্বস্ব, আনুমানিক ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সোহাগ মিয়ার বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে প্রতিবেশী দুলাল মিয়া ও আব্দুল মান্নানের বাড়িতে। চোখের পলকে তিনটি পরিবারের ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। আসবাবপত্র, কাপড়চোপড়, চাল-ডাল, এমনকি নগদ টাকাসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যাওয়ায় নিঃস্ব হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্তরা।
খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ওয়্যারিং ইন্সপেক্টর মশিউর রহমান জানান, দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এই আকস্মিক দুর্ঘটনায় চিথলী দক্ষিণপাড়ার তিনটি পরিবার এখন খোলা আকাশের নিচে। তাদের কান্না আর আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তার জন্য আবেদন করেছেন। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরাও তাদের পাশে দাঁড়িয়েছেন। তবে এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে তাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
