রংপুরের মিঠাপুকুর উপজেলার শিববাজার (হাজীপাড়া) এলাকায় গাঁজা ব্যবসায়ী মোস্তফা নামের এক ব্যক্তি ঘুষিতে গাঁজা সেবনকারী হারুন অর রশিদ (৩৭) একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে ।
শনিবার,(২৬ অক্টোবর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । নিহত হারুন অর রশিদ (৩৭) মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের শিববাজার হাজীপাড়া এলাকার মোহাম্মদ আলীর পুত্র।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ গাঁজা ব্যবসায়ী ঘাতক মোস্তফা (৩৬)-কে গ্রেফতার করেছে। ঘাতক মোস্তফা একই এলাকার নেসার আলীর পুত্র। গাঁজা সেবনের বাকী ৩৫০ টাকা না দেওয়ায় বাক-বিতন্ডার একপর্যায়ে গাঁজা ব্যবসায়ী মোস্তফার ঘুষিতে হারুন অর রশিদ গুরুতর আহত হন। তাকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কালে পথিমধ্যে তিনি মারা যান।
