রংপুর মহানগর আওয়ামী লীগ নেতা সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিকে ঢাকা-সাভার এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর র্যাব-১৩ এর মিডিয়া উইং কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রংপুরে করা চার হত্যা মামলার আসামি তুষার কান্তি মন্ডল।
তুষার কান্তি মন্ডল ২০১১ সালে রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে ২০১৯ সালে পুনরায় দলের মহানগর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
২০২২ সালের ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর ভরাডুবির চারদিন পর ২০২৩ সালের ১ জানুয়ারি কমিটি ভেঙে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তবে ওই কমিটিতে ছিলেন না তুষার কান্তি।
